Layout is important for website
ওয়েব সাইট লেআউট: Layout is important for website
ওয়েব সাইট লেআউট হলো আপনি যে ওয়েব সাইট টি তৈরি করতে যাচ্ছেন তার একটি পূর্বরুপ বা দেখতে কেমন হবে।
কি ভাবে লে-আউট বা ওয়েব সাইট ডিজাইন নির্বাচন করবেনঃ
How to choose web design or layout | Best way a select website layout.
> ওয়েব সাইট ডিজাইন নির্বাচলে প্রথমে যে বিষয়টি আসে তা হলো রং (Website color)। আপনি কি রং ব্যবহার করবে চান। যেমনঃ কর্পরেট ওয়েব সাইটের রং সাধারনত হাদের লগো (Website logo) এর রং এস সাথে মিল রেখে তৈরি করে। অবশ্যেই ওয়েব-সাইট অর্ডারের আগে নির্বাচন করা ভাল।
হলি হক ওয়েব ডেবলপমেন্ট এর অর্ডার দেওয়ার আগে এই বিষয় গুলো সুষ্পষ্ট ভালে উল্লেখ করতে হবে।
> রং এর পর আসে প্লসমেন্ট বা স্থাননির্ণয় (Website element placement), মানে কোন স্থানে কি হবে। যেমনঃ লগো স্থাননির্ণয় কোথায় হবে? বাম পাশে নাকি মাঝে নাকি ডান দিকে। এ রকম হেডার, সাইড বার, মেনু, নিউস প্লেট, ফুটার, সার্চ অপশান, আরও ঞকেন কিছু। এগুলো স্থাননির্ণয় করে যে কোন একটি কৌশল আমাদের বুজাতে হবে দিয়েঃ- (১) এম.এস ওয়াড এ কম্পোজ করে স্থাননির্ণয়। বা (২) হাতে ড্রইং করে স্ক্যান বা ছবি তোলে। বা (৩) ফটোশপে ওয়েব-সাইট লে-আউট বা (৪) অন্য কোন সাইট এর রেফারেস দিয়ে বুজাতে হবে। যে কোন একটি কৌশলে ডিজাইন করে আমাদের ই-মেইল করতে হবে।
যখন একজন ডেভলপার বা ওয়েব প্রোগ্রামার ওয়েব সাইট ডেভলপমেন্ট বা কোডিং করতে যায় তার জন্য পূর্ব থেকে রং ও স্থাননির্ণয় সঠিক জানা না থাকলে, সঠিক ভাবে কাজটি সর্ম্পন্য করতে পারে না। তাই পূর্ব থেকে সব কিছু জেনে তার পর ডেভলপমেন্ট বা কোডিং শুরু করা প্রোয়জন । যদি পরে কোন নতুন পরিবর্তন আনা হয় তাহলে তা নতুন করে আবার শুরু করতে হয় তাই তার জন্য অতিরিক্ত সময় এবং অর্থ খরচ হয়।
হলি হক ওয়েব ডেবলপমেন্ট এর অর্ডার দেওয়ার আগে এই বিষয় গুলো সুষ্পষ্ট ভালে উল্লেখ করতে হবে।
*Layout নির্বাচনের কিছু প্রক্রিয়া:
Examples Drawings in Website Layouts …Simple Web Layout Design
Hand-Drawing Style In Modern Web Design what makes a good website layout, Good Website Characteristics