কিভাবে পেমেন্ট করবেন
1) বিকাশ অনলাইন পেমেন্ট
সবচেয়ে সহজ পদ্ধতি আপনি কয়েকটি স্টেপ পার হয়েই বিকাশ অনলাইনে পেমেন্ট করতে পারবেন প্রথমেই স্টেপ গুলো নিচের চিত্রে একটু দেখে নিন।
উপরের চিত্রে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই যে পন্যটি কিনবেন তাতে “Add to Cart” এ ক্লিক করবেন
তারপর আপনার নাম/ ইমেইল এড্রেস/ ফোন নাম্বার এবং নতুন একটি পাসওয়ার্ড দিবেন যা দিয়ে পরবর্তীতে আপনার একাউন্টে ঢুকে আপনি পণ্য ডাউনলোড করতে পারবেন যেকোনো সময়। খেয়াল রাখবেন ইমেইল এড্রেসের বানানো যাতে ভুল না হয়।
তারপর পেমেন্ট সিলেটের পালা – এখানে লক্ষ্য করেন নাম-ঠিকানা পাশেই 1 2 3 দেয়া আছে অর্থাৎ আপনি যদি বিকাশ অনলাইন সিলেট করেন তাহলে প্রথমে ১ (বিকাশ অপশনটি ) সিলেক্ট করবেন তারপর ২(বিকাশের ট্রাম এন্ড কন্ডিশন) তারপর ৩ (কনফার্ম বিকাশে পেমেন্ট করছেন) আপনি পেমেন্ট কার্য শুরু করবেন।
তারপর নিচে বাম পাশে বিকাশ অনলাইন গেটওয় ওপেন হবে কয়েক সেকেন্ড একটু সময় দিবেন।
তারপর যে বিকাশ থেকে আপনি বিকাশ করতে চান সেই নাম্বারটি দিবেন।
তারপর বিকাশ আপনাকে ভেরিফিকেশন কোড পাঠিয়ে আপনাকে কনফার্ম করবে ভেরিফিকেশন কোড দেওয়ার পর বিকাশ পিন নাম্বার দিবেন ।
তারপর কনফার্ম করবেন।
যেহেতু বিকাশের পার্টনার হিসেবে আমরা পেমেন্ট গ্রহন করছি তাই বিকাশের মাধ্যমে আপনি পেমেন্ট করলে 100% সিকিউরিটি নিয়েই আপনি পেমেন্ট করবেন কারন আমরা আপনাকে ভেরিফিকেশন কোড পাঠাবো না- বিকাশ এর রেজিস্টার নাম্বার থেকে আপনাকে বের ফিকেশন কোড পাঠাবে ।
পেমেন্ট কনফার্ম হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি যে প্রোডাক্টটি জন্য পেমেন্ট করেছেন এই প্রোডাক্টটি উপরের চিত্রের মত “Download” লেখার নিচে ওই অংশে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন।