কিভাবে প্রোডাক্ট কিনবেন Haq.com.bd থেকে
প্রতিটি ই-কমার্স ওয়েবসাইট এ কেনার জন্য প্রায় একই রকম পেমেন্ট অপশন থাকে। তবে একেক ওয়েবসাইটে উপস্থাপনা ডিজাইন কালার একটু ভিন্ন।
Haq.com.bd এ কিভাবে বিকাশের মাধ্যমে পেমেন্ট করে পণ্য কিনবেন
- আপনি যে প্রোডাক্টটি কিনতে চান তার লিংক ওপেন করে প্রথমেই Add to Cart এ ক্লিক করবেন।
- তারপর নাম, ইমেইল এড্রেস, ফোন নাম্বার এবং নতুন একটি পাসওয়ার্ড দিবেন ( নতুন পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে আবার একাউন্টে লগইন করতে পারবেন)
- যদি বিকাশে পেমেন্ট করতে চান তাহলে নিচের চিত্র (1) মতো বিকাশ অপশনটি সিলেক্ট করবেন। সাথে চিত্র (2) অপশন ✅ টি অ্যাক্টিভ করবেন। এবং চিত্র (3) Pay with bKash এ ক্লিক করবেন।
- একটু অপেক্ষা করলেই bKash online Payment থেকে অপশনটি আসবে। আপনি যেটি দিয়ে বিকাশে পেমেন্ট করনের সেই নাম্বারটি দিবেন বিকাশ আপনাকে কোড পাঠাবে।
- পেমেন্ট সম্পূর্ণ হলে একটু অপেক্ষা করলেই নিচে ডাউনলোড অপশন চলে আসবে তখন আপনার ক্রয় করা ফাইলগুলো ডাউনলোড করতে পারবেন।
Haq.com.bd এ কিভাবে SSLcommerce এর মাধ্যমে পেমেন্ট করবেন
আপনি যে কোন ভিসা কার্ড মোবাইল ব্যাংকিং ও সরাসরি ব্যাংকের মাধ্যমেও আপনি পণ্য ক্রয় করতে পারবেন SSLcommerce এর মাধ্যমে
- আপনি যে প্রোডাক্টটি কিনতে চান তার লিংক ওপেন করে প্রথমেই Add to Cart এ ক্লিক করে। নাম, ইমেইল এড্রেস, ফোন নাম্বার এবং নতুন একটি পাসওয়ার্ড দিবেন।
- আমরা নিচের চিত্রের দিকে যদি দেখি তাহলে প্রথমেই চিত্র (১) SSLcommerce এই অপশনটি সিলেক্ট করে সাথে চিত্র (২) অপশন ✅ টি অ্যাক্টিভ করবেন। এবং চিত্র (৩) Place order এ ক্লিক করবেন। তার পর চিত্র (৪) Pay with ক্লিক একটু অপেক্ষা করবেন। তখন এর চিত্র (৫) আসবে।
- এখন ভিসা কার্ড নাকি / অন্য মাধ্যমে পেমেন্ট করবেন সিলেক্ট করবেন। অনেকেই ভিসা কার্ড/ বা ক্যাটাগরি খুঁজে পায়না তাই চিত্রে (৬) খেয়াল করুন।
মনেরাখতে হবে আপনি কোনোভাবেই ব্রাউজারকে রিফ্রেশ দিবেন না এবং কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন।
আপনি সবার উপরে ডান সাইডে লগইন অপশন আছে আপনি চাইলে যেকোন সময় লগইন দিয়ে পরবর্তীতে আবার প্রোডাক্ট কিনতে পারেন অথবা ডাউনলোড করতে পারবেন
তাছাড়াও পাসওয়ার্ড ভুলে গেলে লগইন অপশন এ ক্লিক করে পাসওয়ার্ড রিকভারি অপশন পাবেন
পেমেন্টের পর ফাইল ডাউনলোড করতে কোন সমস্যা হলে সঙ্গে সঙ্গে মেসেজ করুন ►m.me/hollyhaq.online