কিভাবে পাটনার হয় ইনকাম করবেন – Haq Online Shop

Haq.com.bd Help

কিভাবে পাটনার হয় ইনকাম করবেন

Haq.com.bd এ আপনাকে স্বাগতম । আপনি যদি প্রফেশনাল ডিজাইনার অথবা ডিজাইন হাউজের মালিক হওন –
তাহলে যেকোন ডিজাইন আপলোড করে আজ থেকেই ইনকাম শুরু করতে পারবেন।

নতুন রেজিস্ট্রেশন করে ডিজাইন আপলোড করার ধাপগুলোঃ

  • পাটনার রেজিস্ট্রেশন ফরম ফিলাপ করতে হবে। রেজিস্ট্রেশন এর সময় ইমেইলে আপনাকে কোড পাঠানো হবে তা ভেরিফাই করতে হবে।
  • কিছু সাধারণ নিয়ম মেনে আপনাকে ডিজাইন তৈরি করতে হবে।
  • নির্দিষ্ট ক্যাটাগরিতে ডিজাইন সাবমিট করতে হবে আপলোডের নিয়মাবলী নিচে দেখানো হলো।
  • আপলোড করার পর সাইট এডমিন আপনার ডিজাইন অ্যাপ্রুভ করবে যদি নিয়মের বাইরে কোন ডিজাইন আপলোড করা হয় তাহলে এপ্রুভ হবে না।
  • অবশ্যই এখনই ফেসবুক গ্রুপে যুক্ত হন এবং কোন সমস্যা থাকলে লিখে জানান।

পাটনার পেমেন্টঃ

  • আমরা আনন্দের সহিত জানাচ্ছি বিকাশ অনলাইনের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ভেন্ডর/পার্টনারকে পেমেন্ট করতে পারব।
  • বিক্রি করা ডিজাইনের ৬০ শতাংশ পাবে haq.com.bd এবং ৪০শতাংশ পার্টনার পাবে ।
  • সর্বনিম্ন 500 টাকা হলেই ক্যাশ আউট করতে পারবেন সরাসরি বিকাশ নাম্বারে পাঠানো হবে।
  • আপনার কত সেল হয়েছে কত টাকা ক্যাশ আউট করেছেন বিস্তারিত স্বয়ংক্রিয়ভাবে হিসাব দেখতে পাবেন।
  1. এই লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন ফর্ম আসবে।
  2. ইমেইল থেকে পাওয়া কোড নাম্বারটি এখানে দিতে হবে।
  3. আপনার ষ্টোর/ দোকানের নাম এই নামটাই লিংক দেখা যাবে।
  4. সাধারন যে নিয়ম আছে তা মেনে নিয়েছেন তাই এখানে ক্লিক করুন।

রেজিস্ট্রেশনের পর উপরের ছবির মত এই অংশে তিনটি ভাগ আছে:

  1. এখানে ক্লিক করে আপনার প্রোফাইল আপডেট করতে পারবেন কাবার ছবি লোগো দোকানের ঠিকানা ফোন নাম্বার ইমেইল এড্রেস ইত্যাদি অবশ্যই আপডেট করবেন। (নিচের ছবিতে একটি প্রোফাইলের ছবি দেখানো হয়েছে)
  2. এই মেনুগুলো ক্লিক করেই আপনার ডিজাইন আপলোড অথবা অন্য অন্য সব ধরনের অপশন গুলো দেখতে পাবেন।
  3. এখান থেকে আপনার কতগুলা সেল হয়েছে এবং কত টাকা ইনকাম হয়েছে তা সরাসরি দেখতে পাবেন।

ডিজাইন বা প্রোডাক্ট আপলোড করা:

  1. ডিজাইন বা প্রোডাক্ট আপলোড করার জন্য প্রথমেই Product > New এখানে ক্লিক করবেন।
  2. যদি ডিজাইন ডাউনলোড ফুল হয় তাহলে এই অংশে এনাবল করতে হবে।
  3. প্রোডাক্টের সাথে মিল রেখে প্রথমে ইংলিশ পরে বাংলা দিলেও দিতে পারেন এরকম একটি টাইটেল ব্যবহার করতে হবে
  4. এই অংশে ডিজাইন বা প্রোডাক্টের স্পষ্ট আকর্ষণীয় Thumbnail আপলোড করবেন সাইজ 850px X 850px ও 100KB এর নিচে।
  5. এই অংশে প্রোডাক্ট এর বিস্তারিত বর্ণনা দিবেন অবশ্যই কপি পেস্ট করবেন না নিজের ডিজাইন এর উপরে বিস্তারিত লেখার চেষ্টা করবেন।
  6. এই অংশে প্রোডাক্ট বা ডিজাইনের সংক্ষিপ্ত আকারে বর্ণনা যেমন: কোন ফরমেটে তৈরি করেছেন? কোন ভার্সনে তৈরি করেছেন? কোন অ্যাডিশনাল ইনফর্মেশন আছে কিনা? কোন ফন্ট ইমপোর্ট করতে হবে কিনা? প্রোডাক্ট কি কি কাজে ব্যবহার করা যাবে তা উল্লেখ করবেন।
  7. এই অংশে মূল টাইটেল টি ব্যবহার করতে হবে এবং টোটাল ফাইলগুলি .zip আকারে আপলোড করতে হবে অবশ্যই যাতে 15mb এর নিচে থাকে।

এই অংশের ডিফল্ট প্রোফাইল এর প্রিভিউ দেখানো হলো

Related posts

Leave a Comment