কিভাবে পাটনার হয় ইনকাম করবেন
Haq.com.bd এ আপনাকে স্বাগতম । আপনি যদি প্রফেশনাল ডিজাইনার অথবা ডিজাইন হাউজের মালিক হওন –
তাহলে যেকোন ডিজাইন আপলোড করে আজ থেকেই ইনকাম শুরু করতে পারবেন।
নতুন রেজিস্ট্রেশন করে ডিজাইন আপলোড করার ধাপগুলোঃ
- পাটনার রেজিস্ট্রেশন ফরম ফিলাপ করতে হবে। রেজিস্ট্রেশন এর সময় ইমেইলে আপনাকে কোড পাঠানো হবে তা ভেরিফাই করতে হবে।
- কিছু সাধারণ নিয়ম মেনে আপনাকে ডিজাইন তৈরি করতে হবে।
- নির্দিষ্ট ক্যাটাগরিতে ডিজাইন সাবমিট করতে হবে আপলোডের নিয়মাবলী নিচে দেখানো হলো।
- আপলোড করার পর সাইট এডমিন আপনার ডিজাইন অ্যাপ্রুভ করবে যদি নিয়মের বাইরে কোন ডিজাইন আপলোড করা হয় তাহলে এপ্রুভ হবে না।
- অবশ্যই এখনই ফেসবুক গ্রুপে যুক্ত হন এবং কোন সমস্যা থাকলে লিখে জানান।
পাটনার পেমেন্টঃ
- আমরা আনন্দের সহিত জানাচ্ছি বিকাশ অনলাইনের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ভেন্ডর/পার্টনারকে পেমেন্ট করতে পারব।
- বিক্রি করা ডিজাইনের ৬০ শতাংশ পাবে haq.com.bd এবং ৪০শতাংশ পার্টনার পাবে ।
- সর্বনিম্ন 500 টাকা হলেই ক্যাশ আউট করতে পারবেন সরাসরি বিকাশ নাম্বারে পাঠানো হবে।
- আপনার কত সেল হয়েছে কত টাকা ক্যাশ আউট করেছেন বিস্তারিত স্বয়ংক্রিয়ভাবে হিসাব দেখতে পাবেন।
- এই লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন ফর্ম আসবে।
- ইমেইল থেকে পাওয়া কোড নাম্বারটি এখানে দিতে হবে।
- আপনার ষ্টোর/ দোকানের নাম এই নামটাই লিংক দেখা যাবে।
- সাধারন যে নিয়ম আছে তা মেনে নিয়েছেন তাই এখানে ক্লিক করুন।
রেজিস্ট্রেশনের পর উপরের ছবির মত এই অংশে তিনটি ভাগ আছে:
- এখানে ক্লিক করে আপনার প্রোফাইল আপডেট করতে পারবেন কাবার ছবি লোগো দোকানের ঠিকানা ফোন নাম্বার ইমেইল এড্রেস ইত্যাদি অবশ্যই আপডেট করবেন। (নিচের ছবিতে একটি প্রোফাইলের ছবি দেখানো হয়েছে)
- এই মেনুগুলো ক্লিক করেই আপনার ডিজাইন আপলোড অথবা অন্য অন্য সব ধরনের অপশন গুলো দেখতে পাবেন।
- এখান থেকে আপনার কতগুলা সেল হয়েছে এবং কত টাকা ইনকাম হয়েছে তা সরাসরি দেখতে পাবেন।
ডিজাইন বা প্রোডাক্ট আপলোড করা:
- ডিজাইন বা প্রোডাক্ট আপলোড করার জন্য প্রথমেই Product > New এখানে ক্লিক করবেন।
- যদি ডিজাইন ডাউনলোড ফুল হয় তাহলে এই অংশে এনাবল করতে হবে।
- প্রোডাক্টের সাথে মিল রেখে প্রথমে ইংলিশ পরে বাংলা দিলেও দিতে পারেন এরকম একটি টাইটেল ব্যবহার করতে হবে
- এই অংশে ডিজাইন বা প্রোডাক্টের স্পষ্ট আকর্ষণীয় Thumbnail আপলোড করবেন সাইজ 850px X 850px ও 100KB এর নিচে।
- এই অংশে প্রোডাক্ট এর বিস্তারিত বর্ণনা দিবেন অবশ্যই কপি পেস্ট করবেন না নিজের ডিজাইন এর উপরে বিস্তারিত লেখার চেষ্টা করবেন।
- এই অংশে প্রোডাক্ট বা ডিজাইনের সংক্ষিপ্ত আকারে বর্ণনা যেমন: কোন ফরমেটে তৈরি করেছেন? কোন ভার্সনে তৈরি করেছেন? কোন অ্যাডিশনাল ইনফর্মেশন আছে কিনা? কোন ফন্ট ইমপোর্ট করতে হবে কিনা? প্রোডাক্ট কি কি কাজে ব্যবহার করা যাবে তা উল্লেখ করবেন।
- এই অংশে মূল টাইটেল টি ব্যবহার করতে হবে এবং টোটাল ফাইলগুলি .zip আকারে আপলোড করতে হবে অবশ্যই যাতে 15mb এর নিচে থাকে।
এই অংশের ডিফল্ট প্রোফাইল এর প্রিভিউ দেখানো হলো