Android-googleearth-apps অ্যান্ড্রয়েডের জন্য গুগল আর্থ ম্যাপ ভার্শন – Haq Online Shop

Bangla Tips Category

Android-googleearth-apps অ্যান্ড্রয়েডের জন্য গুগল আর্থ ম্যাপ ভার্শন

কম্পিউটারে গুগল আর্থ নিয়ে কৌতুহলী দৃষ্টিতে ঘাটাঘাটি প্রায় সবাই করেছেন।

সবাই নিজের এলাকা খুজে বের করার আপ্রাণ চেষ্টা করেছেন গুগল আর্থ ম্যাপে। গুগল আর্থ শুধু ম্যাপই নয়; লাইভ পৃথিবী।

বহুল জনপ্রিয় এই গুগল আর্থ কম্পিউটার ভার্শনের পাশাপাশি অ্যান্ড্রয়েড ভার্শনও রয়েছে।

আঙ্গুলের স্পর্শে অ্যান্ড্রয়েডে ঘুরে বেড়ান পুরো পৃথিবী। খুজে বের করুন আপনার ছোট বেলার খেলার মাঠ। গুগল ম্যাপস স্ট্রিট ভিউ সুবিধা দিয়ে অনেকটা বাস্তব রাস্তার স্বাধ পেতে পারেন। আছে আর্থ গ্যালারি যেখানে পাওয়া যাবে রিয়েল টাইম ভূমিকম্প ইমেজ, হাইকিং ট্রেইল, সিটি ট্যুর সহ অনেক কিছু।

নতুন ফিচার ট্যুর গাইড দিয়ে নতুন কোন স্থানে যেতে সাহায্য করবে। হাতের ইশারায় অনেক কিছুই করা সম্ভব এই অ্যান্ড্রয়েড আর্থে।

3D স্বাধ পাবেন বিভিন্ন শহর যেমন, সান ফ্রান্সিসকো, বোস্টন, রোম সহ অনেক স্থানে। আপনি যখন বিল্ডিং গুলো দেখবেন মনে হবে শহরের উপর দিয়ে উড়ছেন। তবে সকল ডিভাইসে এই ৩ডি ফিচার নাও কাজ করতে পারে।

https://play.google.com/store/apps/details?id=com.google.earth

ব্যবহার করা খুব সহজ। ইমেজ জুম ইন বা জুম আউট করার মত আর্থেও ট্যাপ করে ম্যাপ জুম ইন বা জুম আউট করা যাবে। অন্যান্য ফিচারগুলো নিজেই ঘেটে ঘেটে বের করুন আর স্বাধ নিন পুরো পৃথিবী ভ্রমনের।

ডাউনলোডঃ বিভিন্ন ডিভাইসে বিভিন্ন সাইজে ডাউনলোড হবে এই গুগল আর্থ। ডাউনলোড করুন এখানে।

আর হ্যা এটি ব্যবহারে প্রচুর ইন্টারনেট ব্যান্ডউইথের প্রয়োজন হয়।

Related posts

Leave a Comment