FB Profile & Business page cover photo size 2021
সাধারনত ফেসবুক ব্যবহার কারীদের জানা আছে যে ফেসবুক প্রোফাইল ইমেজ ও ফেসবুক কভার কাকে বলে তবু আমি নিচের ছবিতে একটি উদাহরণ দিলাম।
আপনারা হয়ত জানেন যে facebook profile picture ও facebook cover photo দুই জয়গায় ব্যবহার করা যায় – যেমন personal facebook account এবং facebook business page:
ব্যক্তিগত ফেসবুক একাউন্ট (personal facebook account ):
ব্যবসায়িক ফেসবুক পেজ facebook business page:
একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি যে profile picture বা ও facebook cover ব্যবহার করছেন তা ডেস্কটপ / লেপটপ কম্পিউটারে এবং মোবাইল ডিভাইসে কেমন দেখা যাচ্ছে। নিচে একটি উদাহরন দেওয়া হলোঃ
কিভাবে ফেসবুক প্রোফাইল ইমেজ ও ফেসবুক কভার সুন্দর করা যায় how to attractive Facebook profile and cover photo:
ব্যক্তিগত ফেসবুক একাউন্ট (personal facebook account ):
১) facebook profile picture এ আপনি আপনার ছবিটি স্কয়ার সাইজ যেমন: 800px X 800px বা তার চেয়ে বেশি দিলে ভাল।
২) আপনার ফেসবুক প্রোফাইল ভিডিও ব্যবহার করতে পাবেন facebook profile video length বা duration maximum 7 second দিতে পাবেন।
৩) প্রোফাইল ছবি বা ভিডিও আপলোড এর করার সময় ফেয়ার রাখবেন যেন – মেইন ফোকাস যেন মাঝখানের গোলাকার এরিয়াতে থাকে।
৩) facebook cover photo তে আপনি ভিডিও ব্যবহার করতে পাবেন না। কিন্তু ৩৬০ ডি. যে কোন ছবি ব্যবহার করতে পাবেন।
ব্যবসায়িক ফেসবুক পেজ facebook business page:
১) facebook business page এর জন্য এমন কিছু ব্যবহার করেন যেটা আপনার পেজ কে উপস্থাপনা করবে যেমন – লোগো ব্যহার করতে পানের।
২) facebook profile picture এ আপনি আপনার ছবিটি স্কয়ার সাইজ যেমন: 800px X 800px বা তার চেয়ে বেশি দিলে ভাল।
৩) facebook business cover এ আপনি ভিডিও ব্যবহরা করতে পাবেন।
কোন কারেকশন বা সাজেশন থাকলে জানাবেন।