Partner Terms & Conditions – Haq Online Shop

নিচের শর্তগুলো পূরণ করে যে কেউ ডিজাইন সাবমিট করতে পারবে।

উল্লেখিত যে ক্যাটাগরিতেই ডিজাইন করেন না কেন , প্রথমেই খেয়াল রাখতে হবে চেন একজন ব্যবহারকারী আপনার এই ডিজাইন টা খুব সহজেই এডিট করতে পারে- যেমন লেখা/ টেক্সট পরিবর্তন করা, কালার অথবা সাইজ অথবা সম্ভব হলে সহজেই যাতে লোগো/ইমেজ পরিবর্তন করতে পারে।

  • যেকোনো ধরনের অফিশিয়াল/প্রাতিষ্ঠানিক স্টেশনারি আইটেম ডিজাইন
  • যেকোনো ধরনের পোস্টার ডিজাইন
  • ফেসবুক পোস্ট ডিজাইন
  • সোশ্যাল মিডিয়ার ডিজাইন প্যাকেজ
  • ইউনিক টি-শার্ট ডিজাইন
  • ওয়াল পেইন্ট ডিজাইন
  • টাইপোগ্রাফি কালেকশন
  • সিভি ফরম্যাট
    • One Page Basic CV
    • General Job Apply CV
    • IT Expert CV/ Other
    • Teacher Resume Template
    • Marriage CV Boy/Girl
    • Others
  • 16 ডিসেম্বর 21 শে ফেব্রুয়ারি ঈদ শুভেচ্ছা ইত্যাদি যে কোন অনুষ্ঠানের পোস্টার

01) ছবির ব্যবহার:
ডিজাইনের প্রয়োজনে যদি কোন ছবি ব্যবহার করা লাগে সে ক্ষেত্রে ইন্টারনেটে কিছু ফ্রী ইমেজ এর ওয়েবসাইট রয়েছে সেখান থেকে ডাউনলোড করে ব্যবহার করতে হবে এবং যে ছবিটি ডিজাইনের ব্যবহার করা হয়েছে তার লিংক টেক্সট ফাইল আকারে যুক্ত করে রাখতে হবে, সরাসরি গুগল অথবা ইন্টারনেট থেকে ছবি কপি করে ব্যবহার করা যাবে না।

সরাসরি ইন্টারনেট থেকে ডাউনলোড দিয়ে কোন টেমপ্লেট ব্যবহার করা যাবে না অথবা ইন্টারনেটের টেম্পলেট এমনভাবে মডিফাই করা হল যেটা সহজেই ধরা যায় সে ক্ষেত্রে কোনোভাবেই অ্যাপ্রুভ হবে না।
তাছাড়া বলে রাখা ভালো যে অনলাইন থেকে যেকোনো ধরনের টেমপ্লেট ব্যবহার করলে তা টেমপ্লেট এর মেটাডাটা থেকে সহজে ।আইডেন্টিফাই করা যায় অথবা ইমেজ আকারে গুগলে সার্চ দিয়েও এর উৎপত্তিস্থল বের করা যায়।

02) ডিজাইন বিবরণ:
ডিজাইন কনটেন্টে বা ডিজাইন বিবরণ জন্য কিছু বাংলা অথবা ইংরেজীতে মিনিমাম একশো ওয়ার্ড এর একটি শর্ট ডেসক্রিপশন লেখা থাকবে যেটা ইউনিক এবং ডিজাইন তার সাথে রিলেটেড থাকতে হবে
অবশ্য অন্য কপি-পেস্ট করলে কোনোভাবেই অ্যাপ্রুভ হবে না।

03) ফাইল সাইজ:
ডিজাইনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন ফাইল সাইজ কোনোভাবেই 10 মেগাবাইট এর উপরে না হয়।
থামলিন ফাইল অবশ্যই ফটোশপ দিয়ে সেভ টু ওয়েব এবং 80%কোয়ালিটি তে আন্ডার 100kb তে জমা দিতে হবে।

04) মূল্য নির্ধারণ:
মূল্য নির্ধারণের বিষয়টি সম্পূর্ণ ওয়েবসাইটের উপর নির্ভর করবে। তবে পার্টনার ডিজাইনার 40% শতাংশ পাবেন চার্জ/ভ্যাট বাদে। সর্ব পাঁচশত টাকা এবং মাসের প্রথম 5 তারিখের মধ্যে সবাইকে পেমেন্ট দেওয়া হবে । সাবমিট করা ডিজাইন পার্টনার নিজে ডিলিট বা মুছে ফেলতে পারবে না, প্রয়োজনে মডিফাই করতে পারবেন।

  • সাধারণত সাইজের Adobe Illustrator এ ডিজাইন টা ভালোভাবে ফুটিয়ে তোলা যায় এবং MS Word এর জন্য আপনার আলাদাভাবে ফরমেট তৈরি করতে হবে না PDF এ Save করেএটি pdf2doc ফরমেটে অনলাইনে কনভার্ট করে নিতে পারবেন।
  • প্রয়োজন না হলে Raster images/ ছবি খুব একটা ব্যবহার করবেন না। 3xThumbnail এবং Adobe Illustrator এর EPS ফরমেট এবং MS Word , PDF সব মিলিয়ে zip ফাইলটি যেন অবশ্যই 10 এমবির ভিতরে থাকে।
  • ডিজাইন ও লেখা অনলাইন থেকে আইডিয়া নিতে পারেন কিন্তু কখনোই হুবাহু কপি করবেন না।
    মনে রাখবেন ডিজাইন সুন্দর হলে এবং কাস্টমাররা ব্যবহার করতে পারলে -সেল বাড়বে তাতে আপনার ইনকামও বাড়বে।

ডিজাইনার পার্টনার কিভাবে একটি ডিজাইন সাবমিট করবে তা  টিউটোরিয়াল এর লিংক দেওয়া হল ► Chick Here

যেকোনো ধরনের পরিবর্তন সংযোজন বিয়োজন https://haq.com.bd এর কর্তৃপক্ষ করতে পারবে।

কিভাবে ডিজাইন সাবমিট করবেন:↓

কোন প্রশ্ন থাকলে ফেসবুক পেইজে
দ্রুত যোগাযোগ করতে পারেন: m.me/hollyhaq.online