অ্যান্ড্রয়েড ফোন হারিয়ে গেলে কি করবেন? If lost android phone – Haq Online Shop

Bangla Tips Category

অ্যান্ড্রয়েড ফোন হারিয়ে গেলে কি করবেন? If lost android phone

হারানো ফোন খুঁজে পাওয়ার জনপ্রিয় কিছু এ্যাপস

loast phone
সাধারণ মোবাইল ফোনের পাশাপামিস্মার্টফোনের ব্যবহার এখন বেড়েছে। বিশেষ করে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা মোবাইল ফোনের ব্যবহার তো বেড়েই চলেছে। অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলোতে বিভিন্ন ধরনের কাজ করা যায় অ্যাপ্লিকেশনস (অ্যাপস) ব্যবহার করে।যদি হঠাৎ ফোনটি হারিয়ে যায়, তবে নিয়মিত কাজগুলোতে বিভিন্ন ধরনের অসুবিধার সৃষ্টি হয়। আবার এমনও হতে পারে, হয়তো বাসা থেকে বের হওয়ার সময় মোবাইলটি সঙ্গে নেওয়া হয়নি। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং অ্যান্ড্রয়েড ফোনের নিরাপত্তা দেওয়ার জন্য বেশ কিছু অ্যাপ্লিকেশন আছে।
১. হোয়্যার ইজ মাই ড্রয়েড
https://play.google.com/store/apps/details?id=com.alienmanfc6.wheresmyandroid
হারানো ফোন খুঁজে পাওয়ার জন্য হোয়্যার ইজ মাই ড্রয়েড অত্যন্ত জনপ্রিয় একটি অ্যাপ।হারিয়ে যাওয়া ফোনটির অবস্থান চিহ্নিত করা, সেটি খুঁজে পাওয়া এবং ফোনের তথ্য নিরাপদে রাখার জন্য এতে আছে বিভিন্ন সুবিধা। ফ্রি, লাইট এবং প্রো নামের আলাদা তিনটি সংস্করণ রয়েছে এর। ফোন হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে এসএমএসের মাধ্যমে ফোনের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করা যায়। এই অ্যাপ্লিকেশনের আরেকটি বৈশিষ্ট্য হলো, এখানে কমান্ডার নামে একটি অংশ রয়েছে। কমান্ডার সক্রিয় থাকলে অ্যাপ্লিকেশনটির মূল ওয়েবসাইট থেকে ফোনের অবস্থান নির্ণয় করা যায়।
২. অ্যাভাস্ট
https://play.google.com/store/apps/details?id=com.avast.android.mobilesecurity
অ্যাভাস্ট অ্যাপ্লিকেশনটি তৈরি করা হয়েছে অ্যান্ড্রয়েড ফোনের পূর্ণাঙ্গ নিরাপত্তা দেওয়ার জন্য। অ্যাপের একটি অংশ অ্যান্টিভাইরাস এবং ম্যালওয়্যার স্ক্যান করে। আর অ্যাপটিতে App Disguiser এবং Stealth Mode নামের দুটি বিশেষ সুবিধা রয়েছে। এটি ব্যবহার করে ব্যবহারকারী অ্যাপটি লুকিয়ে রাখতে পারবেন। এটি বিশেষভাবে কার্যকর, যদি ফোনটি কখনো চুরি হয়ে যায়।
তবে অ্যাপ্লিকেশনটি আনইনস্টল করার পদ্ধতিটি বেশ জটিল। ইনস্টল করার পর যদি ফোনটি খোঁজা হয় কখনো, তা হলে অ্যাপটি আনইনস্টল করা একরকম অসম্ভব হয়ে যায়। অ্যাপ্লিকেশনটি নিজে থেকেই সিস্টেম রিস্টোর করতে পারে এবং ফোনের ইউএসবি পোর্ট বন্ধ করে দিতে পারে।
৩. প্ল্যান বি
https://play.google.com/store/apps/details?id=com.lookout.labs.planb
তালিকার অন্য অ্যাপ্লিকেশনগুলো থেকে এটা কিছুটা আলাদা। ফোন হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়ার পর হয়তো মনে হতে পারে, যদি আগেই একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করা থাকত, তা হলে হয়তো ফোনটি খুঁজে পাওয়া যেত। আর এ ধরনের পরিস্থিতির জন্যই তৈরি করা হয়েছে প্ল্যান-বি অ্যাপটি। ফোনটি হারিয়ে যাওয়ার পর গুগল প্লে সাইটে গিয়ে এই অ্যাপটি ইনস্টল ক্লিক করতে হবে। এরপর অ্যাপটি নিজে থেকেই ইনস্টল হয়ে যাবে এবং স্বয়ংক্রিয়ভাবে জিপিএস চালু হয়ে যাবে। ফোনটির অবস্থান বের করার পরপরই একটি ই-মেইলের মাধ্যমে গুগল ম্যাপের লিংকসহ ফোনের অবস্থানটি জানিয়ে দেওয়া হবে।
৪. লুকআউট
https://play.google.com/store/apps/details?id=com.lookout
লুকআউট হলো অ্যান্ড্রয়েড যন্ত্রগুলোর উপযোগী অপর একটি পূর্ণাঙ্গ নিরাপত্তা এবং ব্যাকআপ নেওয়ার সফটওয়্যার। এই অ্যাপের মাধ্যমে বিনা মূল্যে অ্যান্টিভাইরাস-সুবিধা পাওয়া যায়। পাশাপাশি ফোনে থাকা নাম, ঠিকানা, ফোন নম্বর ও তথ্য ব্যাকআপ নেওয়ারও সুবিধা পাওয়া যাবে এখানে। আর মোবাইল ফোন হারিয়ে বা চুরি হয়ে গেলে এসএমএসের মাধ্যমে ফোন লক করে দেওয়া বা অবস্থান চিহ্নিত করার সুবিধাও রয়েছে এখানে।
৫. লস্ট ফোন
https://play.google.com/store/apps/details?id=com.handydroidapps.lostdroidfinder
হারিয়ে যাওয়া ফোন খুঁজে পাওয়ার জন্য অন্যান্য অ্যাপ্লিকেশনের মতো একই ধরনের সুবিধা পাওয়া যাবে এখানে। যার মধ্যে রয়েছে এসএমএসের মাধ্যমে ফোন লক করে দেওয়া, ফোনের অবস্থান জানা। আবার ফোনের রিংটোন বাড়িয়ে দেওয়ার ব্যবস্থাও রয়েছে এখানে, যেন ওই নম্বরে ফোন করা হলে সেটি খুঁজে পাওয়া যায়। আর এখানে আরও একটি বিশেষ সুবিধা হলো, যে সিম কার্ডটি লাগানো অবস্থায় এই অ্যাপটি ইনস্টল করা হয়েছে, সেটি পরিবর্তন করে অন্য কোনো সিম লাগানো হলে অ্যাপ সেটিংসে উল্লেখ করা নির্দিষ্ট কয়েকটি নম্বরে নতুন সিম নম্বরটি এসএমএস হিসেবে চলে যাবে।

হোয়ারস মাই ড্রোয়েড

প্লে-স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারেন। এর ব্যবহার ঠিক Android Device Manager এর মতোই। তবে এতে কিছু বাড়তি সুবিধা আছে-

*সিম কার্ড পরিবর্তন করলে মেইলে নোটিফিকেশন আসবে

*চুরির পর ব্যবহারকারীর যেকোনো লেখা আপনার কাস্টম কোড ওয়ার্ড/ফ্রেজ দিয়ে গোপন করতে পারবেন

*সক্রিয় ফিচারগুলোতে কে কে লিখতে পারবে তার একটা কাস্টম লিস্ট তৈরি করতে পারবেন

* ব্যবহারকারীর অজান্তেই ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারবেন অথবা ফ্ল্যাশ অ্যাকটিভ করতে পারবেন।

*টেক্সট পাঠিয়ে বা কম্পিউটার থেকেই ফোন লক করুন

*একই কৌশলে ফোনের ম্যামরি মুছে ফেলুন

প্রিয় অ্যান্ড্রয়েড স্মার্টফোনটি হারিয়ে গেলে মাথায় হাত দিয়ে বসে থাকা ছাড়া উপায় আছে? নতুন একটা সেট না হয় কেনা গেল কিন্তু আগের সেটের প্রয়োজনীয় ডেটাগুলো তো আর পাবেন না। এখন কী আর করা হা-হুতাশ ছাড়া! কিন্তু না, আপনার প্রিয় ডিভাইসটির চুরি ঠেকাতে পারেন সহজেই। আর চুরি হয়ে গেলেও চোর ধরতে পারবেন অনায়াসে! এর জন্য কিছু অ্যাপস এবং টিপস জানা থাকলেই চলবে। এ কৌশল ব্যবহার করার আগে নিশ্চিত হোন আপনার ডিভাইসে জিপিএস সিস্টেম চালু এবং জিমেইল অ্যাকাউন্টে লগইন করা আছে কি না।

Features
Read SMS’es
Read the latest SMS’es from your phone and send them to your email.
Remote control alarm
Have you ever misplaced your phone which was put on silent mode? Now you may sound the alarm on your phone from your PC!
View on map
Find the location of your phone on a map. With AndroidLost you can find your phone with GPS precision. Even if the phone is indoor you will get a nearby location by network accuracy.
Send SMS’es from your PC
You can send SMS’es directly from your phone by typing them on AndroidLost. All replies will still go to your phone.
Lock the phone

You can send keys to the dialer of your phone. That way you can forward your calls from your mobile to a nearby phone.
No battery use
AndroidLost will not use any battery since it does not poll any server to find out if it is lost. It uses the latest technology from google to send messages to the phone.
No pre installation required
You didn’t install AndroidLost on your phone? No problem! You can push the AndroidLost app to your phone from google play and initiate the connection to googles servers by sending an SMS with the message ‘androidlost register’ to your phone.
Read status
Detect how much battery is left, display IMEI, SIM card ID and much more.
SMS commands
You can set up a phonenumber which can control you phone, i.e. start the alarm by sending an SMS to your phone.
Erase SD card
Click a button and your SD card will be erased! Very useful if you have some naughty pictures on your sd card.
SIM card changed
When the SIM card is changed an email will be sent to the owner of the phone.
Hidden SMS
When the phone receives an SMS it plays a sound and displays an icon in the notification bar. But if it starts with androidlost it will not play any sound and not display any notification.
Call list
A list of incomming and outgoing calls will be sent to you.
Camera
AndroidLost can take pictures with the front facing camera in case the phone is stolen. Only for android 2.3.
Tablets
AndroidLost also works on tablets. The call functions will obviously fail if the tablet have no phone installed.
Text to speech
You can make your phone speak out load. Suppose you have lost it on a café then you can make the phone say: ‘I am lost – please pick me up!’
Multiple phones on the same account
So you may control more that one phone from your account.
Browse content

Sometimes you lose your phone. You freak out. You start interrogating your friends in dark rooms and cutting the bottoms out of wicker chairs, but things don’t need to be that way. If only there was a way to find your smart phone once it became lost. Oh wait, there is. Some of these methods can also be used to track people, but please don’t do that unless they’re your kids. Seriously. We have enough tracking going on by companies and governments. In any case though, here are the best ways to track an Android phone or tablet.

device tracker
Android Device Manager (Free)

Features:

Track your phone through GPS
Wipe phone’s memory remotely with computer
Make phone ring loudly, remotely
Lock someone out of using your phone, remotely

Android Device Manager is built into all Android phones and allows you to do almost anything you want, assuming your GPS is activated (this program won’t work if GPS is off at the time that you try to track the phone). First, go to the Web interface. If your phone is linked to your Gmail account and you’re already logged in, then it should automatically track your phone. Depending on what you’ve set up ahead of time, you can remotely lock it, wipe it, or set off an alarm (your phone rings at full volume for five minutes, even when muted). We scared everyone in the DT offices when we tried this feature because Google labels it “ring your device,” which sounds innocent enough. (It’s not.)

When we tested out the tracker the location was off by about 60 feet. Considering that we’re located on the 10th floor of a skyscraper, we considered this pretty good. Just don’t go knocking down the doors of innocents as you pursue your phone. Locking your device works well, and if you don’t want to wipe its memory completely, you can set a new password from your computer, effectively locking out anyone from accessing the phone.

Be aware that if you leave your Gmail account open on a computer, someone could potentially use it to track the location of your phone, or you could nefariously do the same to others (you weirdo). Most importantly, be sure to set up all your options before you lose the phone, so you can use any of the features the Device Manager offers when you need them.

Related posts

Leave a Comment