ফেইসবুক পেইজ লাইক ও ব্যবসায়ীক এ্যাডভার্টাইজিংঃ
১ম ধাপ– বাজেট ঠিক করে payment করুন
২য় ধাপ – আমাদের [Holly Haque] ফেসবুক বন্ধু করে বা ইমেল Holly_Haque@yahoo.com মাধ্যমে আপনার ফ্যান পেজের ‘Editor’ তৈরি করুন।
৩য় ধাপ– ফ্যান পেজে পোষ্ট দিয়ে আমাদের জানার । ৩০ মিনিটের মধ্যে আপনার এ্যাড শুরু হবে-
যোগাযোগঃ +88 0177 555 15 25
ই-মেইল: Holly_Haque@yahoo.com
https://www.facebook.com/hollyhaq
(ইমপ্রেশন মানে এ্যাডটি কতবার দেখানো হবে)
বিশ হাজার ইমপ্রেশন → এক হাজার- টাকা |
পঞ্চাশ হাজার ইমপ্রেশন → দুই হাজার- টাকা |
*এক লক্ষ ইমপ্রেশন → চার হাজার- টাকা |
পাঁচ লক্ষ ইমপ্রেশন → পনের হাজার- টাকা *২৫% ডিসকাউন্ট (৩০০০/-) সীমিত সময়ের জন্য |
দেশের যে কোন জায়গা থেকে
bKash [0177 555 15 25 personal] বা সারাসরি হাতে পেমেন্টের নিয়ে থাকি:
ঢাকা থেকে সারাসরি হাতে পেমেন্টের গ্রহন করিঃ
Moghbazar Dhaka
Cyber cafe
Nilkhe Dhaka
প্রশ্ন ও উত্তর:↓ ফেইসবুক এ্যাড প্যাকেজ গুলো
১.১ এ্যাডের পোষ্ট ছবির সঠিক মাপ কত?
পোষ্টের -এ্যাড জন্য যে কোন সাইজের ছবি বা ভিডিও বা এ্যালবাম প্রকাশ করে এ্যাড বোষ্ট করতে পারেন।
তবে পোষ্টে স্ট্যান্ডার্ড ছবির মাপ এর অনুপাত হলোঃ প্রস্থ 2 X উচ্চতা 1+. (যেমন 12ইঞ্চি X 6.3 ইঞ্চি বা 1200 pixels X 630 pixels)।
১.২ কেন ছবিতে ২০% এলাকা জুড়ে লেখা (text) দেওয়া যায় না?
ফেসবুক নিয়ম অনুযায়ী ছবিতে ২০% এলাকার বেশি লেখা থাকলে এ্যাড approved করে না। তাছাড়া একজন ফেসবুক ব্যবহাররী কাজে যখন এ্যাডটা যায় তখন অল্প সময় চোখের সামনে থাকে, ফলে বেশি লেখা সে কখনো পরেনা।
সঠিক মাপের কিছু এ্যাড দেখে নিনঃ
ছবিতে ২০% লেখা নিয়ে ফেসবুকে তা বললোঃ
কিভাবে ২০% পরিক্ষা করা যায়ঃ
চিত্র: নিচে একটি পোষ্ট এ্যাডের নমুনা দেওয়া হলোঃ
১.৩ আপনার এ্যাডটি কতদিন চলবে? বা এ্যাড এর সময় নির্ধারন করাঃ
এ্যাডটির সময়কাল আমাদের এ্যাডমিন প্যানেল থেকে বলে দিতে হয়। যেই সময় এবং বাজেট হিসাব করে দিয়ে দেয়া হয়, ফেইসবুকের স্মার্ট এ্যালগরিদম ওই বাজেটকে ওই সময়ের মধ্যেই খরচ করে।
এ্যাড ক্যাম্পেইন তৈরি করার সময় নিদিষ্ট তারিখ এবং সময় দেয়া যায়। কিন্ত আমরা “হলিহক” স্ট্যান্ডার্ড একটা সময়ের লিষ্ট তৈরি করেছি (পেইজ লাইক বা পোষ্ট বুস্ট)- যেমনঃ (ক) ১,০০০/- টাকার প্যাকেজ এ – ১ দিন থেকে ৩দিন। (খ) ২,০০০/- টাকার প্যাকেজ এ – ১ দিন থেকে ৫দিন। (গ) ৩,০০০/- টাকার প্যাকেজ এ – ১ দিন থেকে ৭দিন।
(গ) ৫,০০০/- বা ৫,০০০+ যে কোন টাকার প্যাকেজ এ – ১ দিন থেকে ৭দিন।
২.১ ইমপ্রেশন বা Reach মানে কি? কিভাবে হিসাব করি?
উত্তরঃ ইমপ্রেশন হলো কত জন বা কতবার আপনার এ্যাডটি দেখবে। ১টি ইমপ্রেশন মানে একজন ফেসবুক ব্যবহারকারী দেখা।
২.২ কেন আমরা ইমপ্রেশন দিয়ে টাকার হিসাব করি?
সহজে ইমপ্রেশন হিসাব করা যায় এবং ইমপ্রেশন এর উপর নির্ভর করে এনগেজমেন্ট (লাইক, কমেন্ট ও শেয়ার)। ভাল ইমপ্রেশন হলে এনগেজমেন্ট বেশি হবেই। আপমরা এমন ভাবে ব্যবহারকারী টার্গেট করি যেন প্রতি ১০০০/- টাকায় এনগেজমেন্ট (লাইক, কমেন্ট ও শেয়ার) ১০% থেকে ২০% হয়।
২.৩ Organic reach এবং Paid reach এর মধ্যে পার্থক্য কি?
Organic reach হলো স্বাভাবিক বা টাকা ছাড়া যারা এই পোষ্টটা ভিউ করেছে। Paid reach হলো টাকা দিয়ে বা এ্যাড এর মাধ্যেমে যারা এই পোস্ট ভিউ করেছে।
২.৪ এ্যাডে এ কত জন লাইক” হতে পারে? কেন ইমপ্রেশন কম-বেশী হয়?
১০০০ টাকায় ইমপ্রেশন বিশহাজার থেকে ৬০হাজার এর বেশি হতে পারে। এটা নির্ভর করে আপনার পেজটির ধরন, বর্তমার ব্যবহারকারীর সংখা এবং ডলার রেট এর উপর। সবচে বেশি নিভর করে পেজটির ধরন এর উপর। পেজটির ধরন মানে – এটাকি প্রোডাক্ট টাইপ নাকি সেলেব্রিটি পেজ ইত্যাদি। যেমনঃ আপনি যদি একটি ঘড়ি ছবি দিয়ে এ্যাড দিন তাহলে ১০০০/- টাকায় ২৫হাজার ইমপ্রেশন হলো কিন্তু – আপনি যদি ১০০০/- টাকায় কোন সেলেব্রিটি (মেসি, সাকিব বা পরিমনি) ছবি দিয়ে পোষ্ট দিন তাহলে ইমপ্রেশন হবে ৬০হাজার +।
২.৫ সঠিক ভাবে ইমপ্রেশন হিসাব করার নিয়মঃ
যে কোন এ্যাড একটিভ হলে সাথে সাথে পোষ্টট এর নিচে একটি ‘হলুদ’ বার চলে আছে। একটাতে সহজে দেখতে পাবেন কত জন এই পোষ্টে Reach করেছেন। কিন্তু ইমপ্রেশন বেশি হলে বা পোষ্ট যে কোন কিছু এডিট করলে এই হলুদ’ বারের ডাটা সঠিক আসে না। তখন যে ক্ষেত্রে পেজ থেকে insights এর গিয়ে Total reach থেকে সঠিক ডাটা পাওয়া যায়।
২.৬ কিভাবে জানবেন কত ইমপ্রেশন হলো বা কতজন এ্যডটি দেখল?
যে কোন সময় নিজস্ব ফেইসবুক একাউন্ট থেকেই রিপোর্ট দেখতে পাবেন (যদি আপনি পেজটির এডমিন হওন)।
কিভাবে আমাদের Editor তৈরি করবেন?
► আপনার ফেইসবুক পেজের সেটিংএ গিয়ে “Editor” ক্লিক করতে হবে – নিচের ছবির মতোঃ তখনি আমি আপনার পেজে এড শুরু করতে হবে। যদি আমি ‘Holly Haque‘ আপনার ফেসবুক বন্ধু না হই তাহলে ইমেল দিলেও হবে। তবে বন্ধু হলে যোগাযোগের জন্য সুবিধা হয়।
► ফেসবুক পেজ Editor করলে কি হয়?
একজন Editor এর এ্যাড পরিচালনা এবং কোন সমস্যা হলে পোষ্ট এ্যাডিং করা ছাড়া কোন সেটিং পরিবর্তন করতে পারে না। এডমিন ইচ্ছে করলে যে কোন সময় Editor কে মুছে দিতে পারে।
► আমার এ্যাড চলাকালিন সময়ে আমার পোষ্ট (লেখা/ছবি) পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে?
প্রতি ১০,০০০ (দশ হাজার) ইমপ্রেশন শুধু একবার পরিবর্তন করতে পারেন।
► এ্যাডের পোষ্ট ছবির সঠিক মাপ কত?
> পোষ্ট এর ছবি মাপ এর অনুপাত হলোঃ 2 X 1+.
(যেমন 12ইঞ্চি X 6.3 ইঞ্চি বা 1200 pixels X 630 pixels)।
> পোষ্ট এর ছবির এলাকার মোট – 20% জুড়ে যে টেক্সট বা লেখা থাকবে, 20% বেশি ছাড়িয়ে গেছে বেশি না।
> এডাল্ট, ক্রাইম, হিংসাত্মক বিজ্ঞাপন বা লেখা দেওয়া যাবেনা।
► সামনাসামনি কথা বলতে চাই – আপনি কি আমাদের অফিসে আসতে পারবেন?
– এই সার্ভিস দেয়ার জন্য আসলে সামনাসামনি দেখা করার প্রয়োজনীয়তা অনুভব করিনা। আপনার অফিসে গিয়ে পুরো ব্যাপারটি বুঝিয়ে দেই সেক্ষেত্রে আমরা সাইট ভিজিটের একটি চার্জ (১০০০ টাকা) অগ্রিম নিয়ে থাকি আমার সময় ও যাতায়াতের জন্য (শুধুমাত্র ঢাকা শহরের জন্য প্রযোজ্য)।