Web graphic design

ওয়েব টেমপ্লেট ডিজাইন -গুরুত্বপূর্ণ উপাদান গুলো

Basic web template design elements

ওয়েব টেমপ্লেট ডিজাইন: যারা ওয়েব টেমপ্লেট ডিজাইন বা লেআউট তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য এই পোস্ট টি।

ওয়েব টেমপ্লেট ডিজাইন কি:
আমরা যখন একটি ওয়েবসাইট তৈরি করি – তার আগে একটি নকশা তৈরি করতে হয় যা সাইটের নকশা বা ডিজাইন টেমপ্লেট বলে। এটি সাধারণত এডোবি ফটোশপ বা ইলাস্ট্রেটর দিয়ে তৈরি করা যায়।

ওয়েব টেমপ্লেট তৈরি করতে যে উপাদার গুলো আপনাকে সাহাজ্য করবে।

ওয়েব টেমপ্লেট ডিজাইন তৈরি সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান গুলো একটি কালেকশন দেওয়া হলো যা আপনার কাজে লাগবে সবসময়ঃ

  • Format: PSD, AI, EPS, SVG
  • File Size: 4.49MB
  • Layered: Yes

Basic web templates-design elements psd

basic web templates-design elements psd
basic web templates-design elements psd

Basic Web templates icon PSD for use:

নিচের এই আইকন গুলো ওয়েব টেমপ্লেট ডিজাইন জন্য ব্যবহার করতে পারেন এই গুলো সহজে আলাদা আলাদা করে ব্যবহার করতে পারেন।

basic icon elements for web template design
basic icon elements for web template design

ওয়েব টেমপ্লেট ডিজাইন

প্রথমে কি ধরনের নকশা বা টেমপ্লেট ডিজাইন করতে চান – তা কোন CMS এ ব্যবহার করবে।
নিতে কয়েকটি psd format web templates free ওয়েব টেমপ্লেট ডিজাইন দেওয়া হলোঃ

WordPress psd templates Sample উদাহরণ দেওয়া হলোঃ

এই ওয়েব টেমপ্লেট ডিজাইন টি আপনি ইচ্ছা মতো এডিট করেতে পারেন ।
আপনি যদি নতুন হওন তাহলে প্রাকটিসের এর জন্য উপযুক্ত

 

 wordpress-theme-psd-bangla
wordpress-theme-psd

Landing Page Template Sample উদাহরণ দেওয়া হলোঃ

লেনডিং পেজ: যে ধরনের website এর আপনি কোন পণ্য বা সেবার advertisement বা অন্য উদ্দেশে লিঙ্কে ব্যবহার করে সরাসরি বা ক্লিক করার পর আপনার সামনে ওয়েবসাইটের যেই পেজটি আসবে তাকেই ল্যান্ডিং পেজ বলে। ল্যান্ডিং পেজ একটি ওয়েব সাইটের পরিচয়,তার অবস্থা, সব কিছুই বর্ণনা করতে পারে।

landing-page-template
landing-page-template

e Commerce psd template

ইকমার্স ওয়েব টেমপ্লেট ডিজাইন

যারা ইকমার্স ওয়েব টেমপ্লেট তৈরি করতে চান তাদের বেশ কিছু দিক চিন্তা হরে তৈরি করতে হবে । আপনি নতুন হলে এটা বলে লেখে জটিল করার কোন দরকার নাই আপনি এই ফ্রী একটি ইকমার্স ওয়েব টেমপ্লেট ডিজাইন e commerce web templates free – PSD format – দিয়ে আপনি প্রাকটিস শুরু করতে পানের।

Created: January 13, 2017
Format: PSD
File Size: 1.10MB
Layered: Yes

ecommerce-psd-template
e commerce-psd-template

Basic-web-templates-design-table-design
ওয়েব টেমপ্লেট ডিজাইন টেবিল তৈরি জন্য এই ডিজাইটি আপনি ব্যবাহর করতে পানের সহজেই রং পরির্তন করতে পারেন।
basic-web-templates-design-table-design.jpg
basic-web-templates-design-table-design.jpg

যারা গ্রাফিক্স ডিজাইন জানেন তাদের জন্য সবচাইতে বর্তমানে ওয়েব টেমপ্লেট ডিজাইন তৈরি বিভিন্ন ওয়েব সাইটে বিক্রি করে প্রচুর ডলার ইনকাম করতে পারেন।